কুষ্টিয়া প্রতিনিধি: ক্লাস ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন পার্কে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অবস্থান করায় কুষ্টিয়ায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার জিয়া শিশু পার্ক ও রেনউইক বাঁধের পার্কে এ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন পার্কে অবাধে চলাফেরা করে। তাই জেলা পুলিশ সুপার এসএম আরাফাতের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, আটক করা শিক্ষার্থীদের অভিভাবককে ডেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল ইসলাম জানান, মা-বাবা সন্তানদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু মা-বাবার চোখকে ফাঁকি দিয়ে তারা সময় কাটায় বিভিন্ন পার্কে। শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।