মেহেরপুরে স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা বিষয়ে কিশোরী ফোরামের সাথে আলোচনা

মেহেরপুর অফিস: ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার আরআর মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরী ফোরামের সাথে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বেসরকারি এনজিও ব্র্যাক’র আয়োজনে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আয়োজন করা হয়। ফোরামে ৯ম ও ১০ম শ্রেণির ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও বাল্যবিয়ে কুফলসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়। আরআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহম্মেদ, বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক’র স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির জেলা ব্যবস্থাপক আসাদুজ্জামান, জেলা ব্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেন, কর্মসূচি সংগঠক ইব্রাহিম রেজা প্রমুখ। এসময় আরআর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে প্রধান অতিথি কিশোরীদের মাঝে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনের মাঝে পুরস্কার তুলে দেন।