দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ছাগল-ভেড়ার ভ্যাকসিনেকশনের মাধ্যমে পিপিআর রোগ নিয়ন্ত্রণ ও উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, জীবননগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান। কর্মশালায় কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন কর্মকৌশল তুলে ধরে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান। তিনি বলেন, উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌর এলাকার মোট ১০৫ কেন্দ্রে ওই ভ্যাকসিনেকশন কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ এপ্রিল দামুড়হুদা সদর, ৩০ এপ্রিল জুড়ানপুর, ৩ মে নাটুদহ, ৫ মে কার্পাসডাঙ্গা, ৭ মে কুড়–লগাছি, ৯ মে পারকৃষ্ণপুরর-মদনা, ১০ মে নতিপোতা, ১২ মে হাউলী এবং ১৪ মে দর্শনা পৌর এলাকায় অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে এলাকার সকল পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম, শিক্ষকসহ স্বেচ্ছাসেবি সংগঠন সমূহকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তিনি।