কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়ক সংস্কার কাজ চলছে ধীরগতিতে। যার ফলে পথচারীদের চরম দুর্ভোগ পেতে হচ্ছে। কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের ওপর দিয়ে যাওয়া যশোর-ঝিনাইদহ মহাসড়কের মোচিক সামনে বড় বড় গর্তের কারণে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত ১৮দিন ধরে প্রায় দুই ফুট গভীরতার বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তবুও বিষয়টি কর্তৃপক্ষের আমলে আসছে না। বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায় সড়কের অধিকাংশ মাটি খুড়ে ফেলে রাখা হয়েছে। এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মোটরসাইকেল, ইজিবাইক, বাস, ট্রাকসহ ছোট-বড় যানবাহন । যা প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গতকাল বেলা সাড়ে ১২ টার দিকে রাস্তার ওপর খাদে পড়ে দুটি যাত্রীবাহী ইজিবাইক উল্টে যায়। এতে মোট ৪ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে পাঠায়। এই ঘটনার পর রাস্তার ওপর বিপদ সংকেত হিসেবে একটি কাঠের সাইন বোর্ড ও গাছের ডাল দিয়ে রাখা হয়। বিষয়টি স্থানীয়রা সড়ক ও জনপথে যোগাযোগ করলে কর্তৃপক্ষ কোনো আমলে নিচ্ছে না। পথচারীরা রাস্তা খুড়ে ফেলে রাখার জন্য ধীরগতিতে সড়ক সংস্কারের জন্য ঠিকাদারকে দায়ী করেছেন। গত সপ্তাহে একই স্থানে মালবোঝাই দশ চাকার ঢাকাগামী একটি ট্রাকের পেছনের চাকার টায়ারে বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। এ ব্যস্ততম সড়কের ওপর দিয়ে কোটচাঁদপুর, মহেশপুর, জীবননগর, চুয়াডাঙ্গা, দর্শনাসহ সব এলাকার মানুষের ঢাকা-খুলনা যাওয়ার একমাত্র সড়ক। সামান্য বৃষ্টি হলেই সড়কের এসব বড় বড় গর্ত ও রাস্তার ওপর পানি জমে থাকার কারণে যানবাহনের চালকরা কোনো কিছু না বুঝেই খাদের মধ্যে দিয়ে চলাচল করছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় উপ-প্রকৌশলী তানভির আহম্মেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা কাজ শুরু করে দিয়েছি আপনি দেখবেন মোবারকগঞ্জ চিনি কলের সামনে খোড়াখুড়ির কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান ওই প্রজেক্টের সাথেই এই কাজ করা হবে। আমি ঠিকাদারকে প্রেসার দিচ্ছি দ্রুত কাজ শেষ করার জন্য।