জীবননগর ব্যুরো: সমৃদ্ধি কর্মসূচির আওতায় জীবননগর উপজেলার সীমান্ত ও বাঁকা ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য পরিদর্শকদের ৫ দিনব্যাপী স্বাস্থ্য ও পৃষ্টি বিষয়ক প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।
সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী নুঝাত পারভীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু ও মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার নিপা। প্রশিক্ষণে সীমান্ত ও বাঁকা ইউনিয়নের ২৬জন স্বাস্থ্য পরিদর্শক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন সমৃদ্ধি কর্মসূচির লিটন।