স্টাফ রিপের্টার : চুয়াডাঙ্গা সদর দোস্ত গ্রামে জমিজমা সংক্রান্ত রিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা হরমুজকে শারিরীকভাবে লাঞ্চিত করা হয়েছে বলে একই গ্রামের হান্নান নপ্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। লাঞ্ছিতের ঘটনা পুলিশ হান্নান নপ্তি ও ছেলে শহিদুলকে আটক করেছে। পরে শর্ত সাপেক্ষ পিতা-পুত্রকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের ফজের আলী গাজির ছেলে বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হরমুজ আলী অভিযোগ করে বলেন, গ্রামের মাঠের ২১নং মৌজার ৯২ শতক জমি একই গ্রামের হামজু নপ্তির ছেলে হান্নান নপ্তি দীর্ঘদিন থেকে জোরপূর্বক জবর দখল করে রেখেছে। ওই জমির দখল নিতে গেলে বুধবার সকাল ৯টার দিকে হান্নান নপ্তি ও তার লোকজন শারিরীকভাবে আমাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় হরমুজ চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে বুধবার রাতেই হিজলগাড়ী ক্যাম্প পুলিশ হান্নান নপ্তি এবং তার ছেলে শহিদুলকে আটক করে নিয়ে যায়। পরে আদালতের রায় ছাড়া ওই জমিতে হান্নান নপ্তি যাবে না মর্মে লিখিত দিলে ি কেলে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।