স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় প- হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কেদারগঞ্জস্থ জেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে জেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধায় পড়ে। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক জাহেদ রাজিব খান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। প্রধান অতিথির তিনি বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীদিনে দেশের ছাত্রসমাজ দুর্বার গণআন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। তিনি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতৃবৃন্দকে ভেদাভেদ ভুলে এক কাতার দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামে আরও বেশি অগ্রণী ভূমিকা পালনের নির্দেশ দেন। জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক শাহজাহান খানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি ইন্তাজ আলী, জেলা যুবদলের আহবায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি আব্দুল মান্নান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, জেলা তরুণ দলের যুগ্মআহবায়ক সাইদুর রহমান, জেলা ছাত্রদল নেতা মাসদুল হক মাসুদ, জেলা ছাত্রদল সদস্য খন্দকার আরিফ, জেলা ছাত্রদল নেতা ওয়ালিদ হাসান, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, শাহাবুদ্দিন আহম্মেদ, পৌর ছাত্রদল নেতা মিলন, শুকুর আলী, শুভ, কাউসার প্রমুখ।