সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র কিরোনগাছি গ্রামের সামসুল আলমের ছেলে সুজন মিয়া (১৫) গত দু’দিন ধরে নিখোঁজ। সুজন মিয়া গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে চুয়াডাঙ্গা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে, আর বাড়ি ফেরেনি। নিকট আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়ে তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছে।