স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক জননেতা হাশেম বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার এলাকার মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের সেবা করার উদ্দেশে বার বার আপনাদের মাঝে ফিরে আসি। সারা জীবন এভাবেই আপনাদের ভালোবাসায় চুয়াডাঙ্গা-২ আসনের সর্বস্তরের মানুষের মাঝে মিশে থাকতে চায়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে সড়কপথে নিজ এলাকায় ফেরার সময় জীবননগরের হাসাদাহে পৌঁছুলে তাকে পক্ষের দলীয় নেতাকর্মী সমর্থকেরা স্বাগত জানান। এসময় উপরোক্ত আশাবাদ ব্যক্ত করেন। বিকেল ৪টায় হাসাদাহের পেট্রোল পাম্প এলাকায় তাকে স্বাগত জাতিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহর নিয়ে জীবননগর-দর্শনা-দামুড়হুদা প্রধান সড়ক হয়ে কার্পাসডাঙ্গা ঘুরে কুড়–লগাছিতে তার নিজ বাড়িতে পৌঁছুলে সেখানেও তাকে স্বাগত জানানো হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতা রেজাউল হক ম-ল, মুক্তিযোদ্ধা রেজাউল করিম, নাজিম উদ্দীন, মোহাম্মদ আলী, জীবননগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম মিন্টু, সাংবাদিক আজাদ হোসেন, সাংবাদিক জিল্লুর রহমান মধুসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।