স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অভিযান চালিয়ে ৪৯ অ্যাম্পুল ঘুমের ইনজেকশনসহ চুয়াডাঙ্গা বড় বাজারের আসাদুল ওরফে টিটুকে আটক করেছে। আটককৃত টিটু চুয়াডাঙ্গা শহরতলীর বড়বাজারপাড়ার আনছার আলীর ছেলে। গতকাল বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা টিটুর বাড়ির সামনে থেকে ঘুমের ইনজেকশনসহ তাকে আটক করে।
জানা গেছে, গতকাল বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম ও উপ-পরিদর্শক আকবার হোসেন বড়বাজারপাড়ার আনছার আলীর বাড়িতে অভিযান চালান। এসময় তার ছেলে আসাদুল ওরফে টিটুকে আটক করে। টিটুর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৪৯ অ্যাম্পুল ইন্ডিয়ান ঘুমের ইনজেকশন বুপ্রেনর মাইন উদ্ধার করা হয়। গতকাল সন্ধায় মামলাসহ টিটুকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।