স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর যদুপুর গ্রামে বিলে জাল পাতার মিথ্যা অভিযোগ তুলে বাড়ি থেকে ডেকে এনে পিতা-পুত্র ও চাচাকে পিটিয়ে জখম করেছে বিলের পাহারাদাররা। তাতেও ক্ষান্ত না হয়ে নানাভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে জখম আবুল হোসেনের পরিবারকে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের নতুন পাড়ার আবুল হোসেন শেখের ছেলে শাকিল হোসেন গতকাল বুধবার সকাল ১০টার দিকে গ্রামের মাঠে ঘাস কাটতে যায়। ঘাস কেটে বাড়ি ফেরার পথে একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে নান্নু শেখ শাকিলের বিরুদ্ধে বিলে জাল পেতে মাছ ধরার মিথ্যা অভিযোগ তোলে। শাকিল তা অস্বীকার করলে পরক্ষণে নান্নু, মনির উদ্দিন, সাইফুল ইসলাম ও আরিফুল ইসলাম শাকিলকে (১৫) বাড়ি থেকে ধরে এনে মারপিট করতে থাকে। এ সময় শাকিলের পিতা আবুল হোসেন (৫২) ও বড় চাচা বজলুর রহমান (৭৫) ঠেকাতে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করে। আবুল হোসেন বলেন, আমরা গরিব মানুষ হওয়ায় মারপিট করেও নান্নু গং ক্ষান্ত হয়নি নানাভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করেছি।