দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ডাক্তার না হয়েও সাইনবোর্ডে নিজের নামের আগে ডা. লেখার অপরাধে আব্দুল গাফফার নামের একজনকে ১০ হাজার টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠানে ফ্রিজের মধ্যে কীটনাশক, আইসক্রিম ও যৌন উত্তেজক কোমল পানীয় একসাথে রাখার অপরাধে খোকন নামের অপর এক কীটনাশক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বুধবার বেলা ১২টার দিকে উপজেলার চিৎলা মোড়ে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক স্বজল আহম্মেদ এবং জেলা সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুকের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ বেশকিছু মালামাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।