দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ১৩ পিস ইয়াবা। দামুড়হুদা মডেল থানার অফিসার ওসি মোহাম্মদ আকরাম হোসেনের নেতৃত্বে এসআই শ্যামল চন্দ্র সমার্দ্দার, এসআই মেজবাহুর রহমান, এএসআই মাসুদ ও এএসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা দশমীপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে জিল্লুর রহমান (৩২), দলিয়ারপুরের মোহাম্মদ আলীর ছেলে মতিয়ার রহমান (৪০), হুদাপাড়ার সাহার আলীর চাটায় (৩৫), দলকা লক্ষ্মীপুরের দীন মোহাম্মদের ছেলে কামাল (৪০) এবং ফকিরপাড়ার লিয়াকত আলীর ছেলে মিন্টুকে (৩৫) আটক করেন। এছাড়া দর্শনা তদন্ত কেন্দ্রের এএসআই লাভলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ার মওলা বক্সের ছেলে আব্দুর রাজ্জাককে ১৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।