স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশের খুলনা বিভাগীয় রেঞ্জ কনফারেন্স উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশের রেঞ্জ কনফারেন্সে ডিআইজি দিদার আহম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রেঞ্জ কনফারেন্স আগামী ৩০ এপ্রিল দর্শনা কেরুজ সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম’র সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ, সহকারী পুলিশ সুপার আহসান হাবিব-পিপিএম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান, ট্রাফিক পরিদর্শক আহসান হাবিব ও জেলা পুলিশের গোয়েন্দা পরিদর্শক এনামুল হকসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান বলেন, আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত রেঞ্জ কনফারেন্সে পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মদ উপস্থিত থাকবেন। ওই সভায় খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপার উপস্থিত থাকবেন। আইনশৃঙ্খলা উন্নয়নে এই সভা জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।