নয় নিরাপদ
সভাপতির গায় গতরে
হাতির মতোন শক্তি,
এই কারণে কাউকে তিনি
করেন নাকো ভক্তি।
যাকে তাকেই পেটান তিনি
মনের খায়েশ মেটান তিনি
খুঁজে বেড়ান স্বার্থ,
কা- দেখে এমনতর
ভাল্লাগে না আর তো।
কিন্তু হাতির চোয়াল মোটা
রাঘব বোয়াল তিনি,
বিদ্যালয়ের সভাপতি
সবাই তাকে চিনি।
চড়ান পেটান যাকে তাকে
তাতে কি আর ধক,
তার কাছে আজ নয় নিরাপদ
আর কোনো শিক্ষক।
সূত্র (কুষ্টিয়ায় প্রধান শিক্ষককে পেটালেন সভাপতি)