স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে একটি ইজিবাইক চুরি হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে দামুড়হুদা বিষ্ণপুর গ্রামের সিরাজের ইজিবাইক চুরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর মাস্টারপাড়ার মৃত নাজিম উদ্দীনের ছেলে সিরাজ। গতকাল বুধবার দুপুরে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে ইজিবাইক রেখে ভেতরে যায়। কিছুক্ষন পর এসে দেখে ইজিবাইকটি নেই। সিরাজ জানান আমার চাচী মর্জিনা বেগমকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তার দেখাতে আসি। জরুরি বিভাগের সামানে ইজিবাইক রেখে হাসপাতালের ভেতরে চাচীকে ডাক্তার দেখিয়ে ঘুরে এসে দেখি ইজিবাইক নেই। বিভিন্নস্থানে খুজে না পেয়ে নিশ্চিত হয় ইজিবাইক চোরেরা চুরি করে নিয়ে গিয়েছে।