বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার দশমীর শহিদ নামে এক যুবককে শাদা পোশাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে বদরগঞ্জ বাজার থেকে তুলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা জেলা সদরের দশমী গ্রামের আনোয়ারের ছেলে শহিদ (৩০)। তিনি বদরগঞ্জ বাজারের আখ মেশিনে পৃষ্ঠ করে রস বিক্রি করতো। গতকাল বুধবার রাত ১০টার দিকে তিনি বদরগঞ্জ গরুর হাটের দিকে প্র¯্রাব করতে যায়। এমন সময় মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি শাদা পোশাকে এসে পুলিশ পরিচয় দিয়ে তাকে চুয়াডাঙ্গার দিকে নিয়ে যায়। এলাকার অনেকেই নাম প্রকাশ না করা শর্তে জানান, শহিদের মাঝে মধ্যে নেশা করার অভ্যাসের কথা বললে তার সত্যতা পাওয়া যায়নি। এদিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম জানান, এই নামে আমরা কাউকে নিয়ে আসেনি। সদর থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই জামশেদও অভিন্ন কথা বলেন।