গাংনী প্রতিনিধি: গ্রাহকদের সাথে ব্যাংকের আরও সম্পৃক্ততা বৃদ্ধি করে ঋণ আদায় ও নতুন ঋণ প্রদানের লক্ষ্যে সোনালী ব্যাংক মেহেরপুর গাংনীর জোড়পুকুরিয়া শাখার উদ্যোগে মহাক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ব্যাংকের কার্যক্রম ও গ্রাহকদের বিভিন্ন সুবিধার দিক তুলে ধরে বক্তৃতা করেন সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার (ফরিদপুর অঞ্চল) জহিরুল ইসলাম। জোড়পুকুরিয়া শাখার ব্যবস্থাপক হাসেম উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আরজুমান বানু, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জোনাল ম্যানেজার মিরেন্দ্রনাথ দাস, প্রিন্সিপাল অফিসার মনিরুজ্জামান, সোনালী ব্যাংক ইমপ্লইজ নেতা ফজলুর রহমান ও অফিসার লিয়াকত আলী।
প্রধান অতিথি বক্তৃতায় বলেন, সোনালী ব্যাংক হচ্ছে সরকারি সব ধরনের সেবা দেয়ার অন্যতম মাধ্যম। সরকারি বিভিন্ন কর্মসূচির লেনদেনসহ বিভিন্ন শ্রেণির ঋণ বিতরণ করে থাকে।
গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, মনে রাখতে হবে ঋণ আদায় হলেও আরেকজন নতুন গ্রাহক ঋণ পাবেন। সবাইকে সুযোগ দেয়া ও লেনদেন পরিচ্ছন্ন রাখতে সময়মত ঋণ পরিশোধ করতে হবে। গ্রাহকদের সহায়তা অব্যাহত থাকলে দেশের অর্থনীতির উন্নয়নে সোনালী ব্যাংক আরও বেশি ভূমিকা পালন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।