স্টাফ রিপোর্টার: কিরগিজস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেমিফাইনালে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারায় স্বাগতিকরা। গত শুক্রবার বিকেল তিনটায় ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম সেটে কিরগিজস্তানের ২৫-১৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেট ২৫-২০ পয়েন্টে দারুণভাবে জিতে নিয়ে সমতায় ফিরে লাল-সবুজের দল। তৃতীয় সেটে শুরুতে সমান তালে লড়াই করে বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে জিতে এগিয়ে যায়। এরপর চতুর্থ সেটে ২৫-১৩ পয়েন্টে সহজভাবে হারলেও শেষ সেট ১৫-১৩ পয়েন্টে জিতে ফাইনালের টিকেট পায় বাংলাদেশ। ২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়েই এই প্রতিযোগিতার প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ।