দামুড়হুদা দলিয়ারপুরের নববধূকে নিয়ে অজানার উদ্দেশে পাড়ি

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা দলিয়ারপুর গ্রামের নাবালিকা নববধূকে নিয়ে অজানার উদ্দেশে পাড়ি দিয়েছে আলমডাঙ্গার নান্দবার গ্রামের মামুন হোসেন। নাবালিকা নববধূ তার বাবার বাড়ি দশবধনে এসে গত সোমবার রাতের আধারে তারা অজানার উদ্দেশে পাড়ি জমায়। এ নিয়ে এলাকায় দু’পরিবারের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে।

সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী নান্দবার গ্রামের এক কৃষকের মেয়ের সাথে পারিবারিকভাবে  দামুড়হুদা দলিয়ারপুর গ্রামে বিয়ে হয়। ওই কৃষকের মেয়ে আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো। মেয়ের বয়স অপ্রাপ্ত হওয়ায় গত ৮ এপ্রিল রাতের আধারে সকলের অগোচরে বিয়ে হয়। অপরদিকে, একই গ্রামের নিউমার্কেটপাড়ার তৈয়ব আলীর ছেলে মামুন হোসেনের (২২) সাথে দীর্ঘদিন ধরে রয়েছে প্রেমের সম্পর্ক। বিয়ের পরে দশবধনে এলে মামুন নাবালিকা নববধূকে নিয়ে অজানার উদ্দেশে পাড়ি জমায়। এ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নান্দবার নিউমার্কেট এলাকায় দু’পরিবারের মাঝে গোলযোগ সৃষ্টি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিন্ত্রয়ণে আসে।