আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদী ভূমি অফিস ও ব্রাকের আলমডাঙ্গা এরিয়া অফিস পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল মঙ্গলবার সকালে দু’অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, সহকারী কমিশনার ভূমি সীমা শারমিন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, চুয়াডাঙ্গা ব্রাকের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম, এলাকা ব্যবস্থাপক (দাবি) নজরুল ইসলাম, প্রগতি শাখার ব্যবস্থাপক মাসুদ শামিম, শাখার ব্যবস্থাপক আওয়াল হোসেন, বর্গা চাষি শাখার ব্যবস্থাপক কাঞ্জন মিয়া, শিক্ষা কর্মসূচি সংগঠক রুহুল আমিন, ব্রাক স্বাস্থ্য সংগঠক সোলায়মান, মানবাধিকার ও আইন সহায়ক সোহরাব হোসেন সরকার, যক্ষ্মা প্রোগ্রাম অর্গানাইজার তৈমুর মিয়া প্রমুখ।। জেলা প্রশাসক ব্রাকে শিক্ষা কর্মসূচি, স্বাস্থ্য কর্মসূচি, মানবাধিকার ও আইন কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচির খোঁজখবর নেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ব্রাকের কর্মকর্তাদের কাজে সন্তষ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে অবহিত করবেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।