জীবননগর ব্যুরো: কালবোশেখি ঝড়ে বিধ্বস্ত করতোয়া মাধ্যমিক বিদ্যালয় মেরামতে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুদান প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালেক মোল্লা ও প্রধান শিক্ষক তৌফিক আহম্মেদের হাতে এমপি হাজি আলী আজগার টগরের নির্দেশ মোতাবেক ১০ ব্যান্ডেল টিন ও ৫০ হাজার টাকা তুলে দেন। সম্প্রতি উপজেলার ওপর দিয়ে ঘূর্ণিঝড়ে স্কুলটি বিধ্বস্ত হয়। যে কারণে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছিলো বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৮৮ সালে স্কুলটির যাত্রা শুরু। সে সময় বাঁশ ও টিনের ছাউনী নিয়ে স্কুলটি নির্মাণ করা হয়। অফিসসহ ১১টি কক্ষ রয়েছে। গত ৩০ বছর ধরে এই স্কুলে এভাবেই চলে আসছে পাঠদান। বর্তমানে স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫০৮ জন। ২২ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছে স্কুলটিতে। এর মধ্যে ১৭ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী। শনিবার রাতে কালবোশোখি ঝড়ে বিদ্যালয়ের টিনের ছাউনী, বেড়া, বৈদ্যুতিক মিটার উড়ে গিয়ে বিধ্বস্ত হয়। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে বিদ্যালয়ের মুল্যবান কাগজ, বই ও আসবাবপত্র। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান অব্যাহত রাখতে বর্তমানে গাছতলায় ও খোলা আকাশের ক্লাস নেয়া হচ্ছে। বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন থাকায় ডিজিটাল হাজিরাসহ শিক্ষার্থীদের প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস নেয়াও বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে। ত্রাণের টিন ও টাকা অনুদান প্রদানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোম্মানা বিলকিস নিপা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম আর বাবু, সাংবাদিক সালাউদ্দীন কাজল ও প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী বদরউদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।