বিএনপি নেতা হেলাল হত্যামামলার দুই আসামি গ্রেফতার

প্রধান আসামি মানিককে থানায় নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা জুগিরহুদা গ্রামের বিএনপি নেতা হেলালহত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন (২৮) ও রুবেল একই গ্রামের ফকির বিশ্বাসের ছেলে।
জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সন্ধ্যা ৭টার দিকে রিপন ও রুবেলকে গ্রেফতার করেন। আলমডাঙ্গার জুগিরহুদা গ্রামের মৃত একদিল বিশ্বাসের ছেলে খাদিমপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হেলালুল ইসলাম হেলালকে গত ৭ এপ্রিল গ্রামের মাঠে কুপিয়ে খুন করা হয়। পরদিন হেলালের স্ত্রী রুশিয়া খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যামামলা দায়ের করেন। মামলায় ১০জনের নাম উল্লেখ করা হয়। একই গ্রামের হাসিবুল বিশ্বাসের ছেলে মানিককে প্রধান আসামি করা হয়। মানিক গত ১৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে মানিক আলমডাঙ্গা থানায় ৪ দিনের রিমান্ডে রয়েছে। গতকাল সোমবার থেকে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। একই সাথে এ মামলার আরও দুই আসামি গ্রেফতার হলো। এখনও এজাহারভুক্ত আরও ৭ আসামি রয়েছে ধরাছোঁয়ার বাইরে।