মহেশপুর প্রতিনিধি: ‘ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ, মিলিত কন্ঠে হোক প্রতিবাদ’ এ স্লোগানে মহেশপুরে এইচআরডিএফ এবং আইন ও সালিস কেন্দ্রের উদ্যোগে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকালে ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা স্কুল প্রাঙ্গণ থেকে ধর্ষণ, ইভটিজিং ও নারী নির্যাতনের প্রতিবাদে এক র্যালি বের করে ফতেপুর-মহেশপুর রোডে মানববন্ধন করে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, ঝিনাইদহ এইচআরডিএফের সভাপতি আব্দুর রহমান। বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদ, লাবনী খাতুন, তহমিনা খাতুন, ফাহিমা খাতুন, রোমানা খাতুন প্রমুখ। বক্তারা সারা বাংলাদেশে ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সকল ঘটনার বিচার ও শাস্তি দাবি করেন। একই সাথে স্কুল, কলেজের মেয়েরা ইভটিজিংয়ের শিকার হচ্ছে তার প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। মানবাধিকার সংগঠনের সহযোগিতায় ঝিনাইদহ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।