স্টাফ রিপোর্টার: পরিবারের অসাবধানতায় আগুনে ঝলসে গেছে ৩ বছরের শিশু সৌরভ হাসান। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝাজাডাঙ্গা মাঠপাড়ার রকিবুল ইসলামের ছেলে। গতকাল সোমবার সকালে ঝলসানো শরীর নিয়ে সৌরভ হাসানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে সৌরভের শয্যাপাশে থাকা তার পরিবারের লোকজন বলেন, গতকাল সোমবার ভোরে বাড়ির উঠোনে বড় চুলা তৈরি করে ধান সিদ্ধ করা হয়। চুলার মুখ ঢাকনা দিয়ে বন্ধ করা ছিলো না, আগুন ছিলো জলন্ত। সকাল ৯টার দিকে সৌরভ চুলার পাশে দাঁড়িয়ে খেলছিলো। অসাবধানতায় সে ওই জলন্ত চুলার ভেতর চিৎ হয়ে পড়ে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সার্জারি কনসালটেন্ট ডা. তারিক হাসান শহীন বলেন, আগুনে সৌরভের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে সৌরভের শারীরিক অবস্থার অবন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।