মাথাভাঙ্গা মনিটর: একসঙ্গে জুটিবেঁধে সিলভার স্ক্রিন মাতিয়েছেন অসংখ্যবার। এবার ভিন্ন ভূমিকায় দেখা গেল তাদের। সদর্পে পালন করলেন ধারাভাষ্যকারের ভূমিকা। গত শনিবার ছিলো কোলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ। ইডেন গার্ডেনসে সেই ম্যাচে কমেন্ট্রি বক্সে হাজির হন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। বাংলায় ধারাভাষ্য দেন জনপ্রিয় এ জুটি। ম্যাচটি শেষ পর্যন্ত হেরে গেছে নাইটরা। তবে তাতে আড্ডায় ভাটা পড়েনি। পুরো সময় মাতিয়ে রাখেন তারা। কোলকাতার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও গৌতম গম্ভীরের প্রতি ভালো লাগার কথা শেয়ার করেন প্রসেনজিৎ, তারা কেকেআরের আত্মার সঙ্গে জড়িয়ে আছে। সৌরভের দল ছেড়ে যাওয়া আমাদের জন্য বিশাল ধাক্কা। সেই স্থান এখনও কেউ পূরণ করতে পারেননি। দলের হয়ে গম্ভীরকে খেলতে দেখাটাও ছিলো দারুণ। তার পারফরম্যান্সে আমরা আবেগপ্রবণ ছিলাম।
সামনে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার বহুল আলোচিত ছবি ‘দৃষ্টিকোণ’। এর প্রচারে কমেন্ট্রি বক্সে হাজির হন পর্দা মাতানো এ জুটি। ঋতুপর্ণা বলেন, আইপিএল নিয়ে আমি সবসময় উত্তেজিত থাকি। মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলা দেখার মজাটাই আলাদা।