মেহেরপুর অফিস: মেহেরপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বই মেলা। গতকাল রোববার বিকেলে শহীদ সামসুজ্জোহা পার্কে মেলা শুরু হয়েছে। ফিতা কেটে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল হাসান, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সোলায়মান আলী, গ্রন্থাগারের প্রতিনিধি খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখা প্রকাশন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতির প্রচার সম্পাদক মশিউর রহমান প্রমুখ। মেলায় মোট ৩১টি স্টলে বিভিন্ন প্রকার বই বিক্রির জন্য উপস্থাপন করা হচ্ছে।
এদিকে বই মেলা উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়ে। সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম, রকিবুল হাসান ও মহিদুল হক, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি ফরিদ হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।