কুড়ালগাছি প্রতিনিধি: দামুড়হুদার জাহাজপোতা-হুদাপাড়ার গ্রামের লাইলি খাতুন তার নেশাখোর ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে নালিশ করেছে। গতকাল রোববার ছেলে দেলোয়ারের বিরুদ্ধে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে নালিশ করেন।
লাইলি খাতুন কাঁদতে কাঁদতে দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, আমি অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে পরের বাড়িতে কাজ করে আমার দুই ছেলেকে মানুষের মতো মানুষ করার ইচ্ছা ছিলো। কিন্তু বড় ছেলে দেলোয়ার বিয়ে করে ঘর সংসার করছে। কিন্তু কোনো কাজ না করে সারাদিন যা আয় করে সেই টাকা দিয়ে নেশা করে এবং আমার ঘরের ১০মন ধান গতকাল রোববার সকালে জোর করে নিয়ে যায় বিক্রি করার জন্য। তাই আমি আর সহ্য করতে না পেরে আমার আপন পেটেরে সন্তানকে পুলিশের কাছে নালিশ করেছি। আমার সন্তান যাতে শাস্তি পায় তার জন্য পুলিশের কাছে অনুরোধ করেছি। এ দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি আসাদুজামান বলেন, মা তার ছেলের সর্ম্পকে আমার কাছে নালিশ করে বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখবো।