দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট। দামুড়হুদা মডেল থানার অফিসার ওসি মোহাম্মদ আকরাম হোসেনের নেতৃত্বে এসআই শ্যামল চন্দ্র সমার্দ্দার, এসআই মেজবাহুর রহমান, এএসআই মাসুদ ও এএসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে দর্শনা পরাণপুরের আনু মিয়ার ছেলে মুনতাজ (৬০), একই গ্রামের শাহাদতের ছেলে ইছাহক আলী (৪৫), দর্শনা মোবারকপাড়ার রাকিবের স্ত্রী শিউলি খাতুন (৩৮), কোমরপুরের ইমান আলীর স্ত্রী কুলসুম (৬৬), ছাতিয়ানতলার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল গফুর (৪৮), কামারপাড়ার ইকতার আলীর দুই ছেলে মিজানুর রহমান (৩০) ও সামাদ আলী (৩৫), সামাদের স্ত্রী ময়না খাতুন (২৮), চন্দ্রবাস গ্রামের হিরাজ উদ্দীনের ছেলে আব্দুল হাকিম, দলকা লক্ষ্মীপুরের সামসুল হকের ছেলে আলী হোসেন (২৮) এবং দর্শনা ইসলাম বাজারের জাহাঙ্গীর আলমের ছেলে মুরাদ পারভেজকে (৩০) গ্রেফতার করেন। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দলকা লক্ষ্মীপুরের আলী হোসেনকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ পিস ইয়াবাসহ এবং দর্শনা ইসলাম বাজারের মুরাদ পারভেজকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। বাকিরা বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। আলী হোসেন বলেছেন, প্রতিপক্ষরা গোপনে তার ব্যবসা প্রতিষ্ঠানে ইয়াবা রেখে তাকে ফাঁসিয়ে দিয়েছে।