স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের ওয়ারেন্টভুক্ত লোকমান হোসেনসহ ছয়জন আসামি পলাতক থাকলেও পুলিশের সাথে সখ্যতা থাকায় দীর্ঘদিনেও পুলিশ আসামিদের ধরতে পারেনি। ফলে, পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ হতে চলেছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
জানা গেছে, গত ৮ মার্চ দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মৃত আহাম্মদ বিশ্বাসের ছেলে লোকমান হোসেনের সাথে প্রতিবেশী মৃত কাশেম আলীর ছেলে আলাউদ্দীনের ভিটে জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষ হয়। এই ঘটনায় আলাউদ্দীন বাদী হয়ে দামুড়হুদা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন। ওই ঘটনায় বাদী আলাউদ্দীন ও তার ছেলে রাশিদুল ইসলামকে গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। মামলাটি আদালতের নির্দেশে দামুড়হুদা মডেল থানায় রেকর্ড করা হয়। ওই মামলার লোকমান হোসেন, মো. মিঠু, হযরত আলী, হাববুল্লা, ইব্রাহিম ও আছিয়া বেগম আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি। অথচ, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকলেও তারা নিজবাড়িতেই বসবাস করছে। পুলিশ তাদেরকে ধরতে পারছেনা। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের সাথে সখ্যতা থাকায় এবং একসাথে চলাচল করায় আদালতের নির্দেশ মানছে না পুলিশ। অবিলম্বে এসব আসামিদের গ্রেফতার করে আইনে সোপর্দ করার দাবি করেছে এলাকাবাসী।