আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: ১৪ দলের কর্মীসভা সফলের লক্ষ্যে দামুড়হুদা কার্পাসডাঙ্গায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে আরামডাঙ্গা বটতলায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। এ সময় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। তাই নেতা-কর্মীদের এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সাফল্যকে গ্রামের প্রতিটি কানায় পৌঁছে দিতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও দামুড়হুদা সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান মাস্টার, সীমান্ত ইউনিয়ন আ.লীগ নেতা জাকির বিশ্বাস, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আবু তালেব, নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইয়াছনবি তরফদার, আওয়ামী লীগ নেতা আফজালুর রহমান বুলু, মুজিবর রহমান, বদিউজ্জামান বদর, গোলাম রসুল, ডা. রমজান আলী, মনতাজ আলী, শহিদুল হক, যুবলীগ নেতা হযরত আলী, কাজি চঞ্চল, সাজেদুল বিশ্বাস মিঠু, আব্দুল হাকিম, ডলার, জুয়েল, খাঁজা, আহসান হাবিব রকেট, রাশেদ, তুহিন আক্তার, খোকন, আলম, মমিন, দেলোয়ার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু।