স্টাফ রিপোটার: দর্শনা প্রেসক্লাবে দীর্ঘদিন ধরে একটি পক্ষ গোপন ব্যালটে নির্বাচিত সংখ্যাগরিষ্ট নির্বাহী পরিষদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। নিয়ম কানুন অমান্য করে সংখ্যাগরিষ্ট নির্বাহী পরিষদের বিরুদ্ধে যেমন কূৎসা রটাচ্ছে, তেমনই অবৈধ পন্থা অবলম্বন করছে একটি পক্ষ। গঠনতন্ত্র পরিপন্থী কার্যক্রম রয়েছে অব্যাহত। সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমলোচনার ঝড়। সমাজের দর্পণ হিসেবেই পরিচিত সাংবাদিক সমাজ। সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে দর্শনা প্রেসক্লাবে জরুরি বৈঠকে সদ্য অনাস্থাকৃত সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদসহ ৪ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ইতঃপূর্বে সাধারণ সম্পাদক কর্তৃক সংগঠনের বর্তমান সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজুসহ ৩ জনকে বহিষ্কার ঘোষণায় সৃষ্টি হয় হাস্যকর পরিস্থিতির। পরপরই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের মধ্যদিয়ে নতুন করে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। ১২ সদস্যের নির্বাহী পরিষদ থাকলেও ওই পরিষদের মাত্র ১জন সদস্য সংগঠনের গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৮জন নতুন সদস্য অন্তর্ভুক্তির ঘটনাটিও হাস্যকর ব্যাপারে রূপ নেয়। এতে প্রেসক্লাবের মর্যাদা আরও একধাপ ক্ষুণœ হয় বলে সচেতন মহল অভিমত ব্যক্ত করে বলেছেন। অনিয়মতান্ত্রিকভাবে ৮সদস্য অন্তর্ভুক্তির প্রচারণায় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১০জন সদস্য গতকাল রোববার সন্ধ্যায় করেন জরুরি বৈঠক। দর্শনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি ইকরামুল হক পিপুল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গতকাল রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠকে কার্যনির্বাহী পরিষদের ১০সদস্যের সম্মতিক্রমে ক্লাবের গঠনতন্ত্রের ৯ ধারার গ ও ঘ অনুচ্ছেদের আলোকে সাধারণ সদস্য আওয়াল হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, (সদ্য অনাস্থাকৃত সাধারণ সম্পাদক) চঞ্চল মেহমুদ ও সাধারণ সদস্য এসএম ওসমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং অবৈধভাবে প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী ৮ জন নতুন সদস্য অন্তর্ভুক্তি করার অপচেষ্টা কেন করেছে তার সুনির্দিষ্ট জবাব চেয়ে লিখিত পত্র প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যরা।
তিনি আরও জানান, জেলা পরিষদের অনুদানের ১ লাখ টাকার হিসেব দেয়ার জন্য আগামী ১৫ দিনের সময় বেধে দেয়া হয়েছে সদ্য অনাস্থাকৃত সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ ও কোষাধ্যক্ষ জাহিদুল ইসলামকে। প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত মিলন, সহ-সভাপতি আজিমুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমন, দফতর সম্পাদক জিল্লুর রহমান মধু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক মুনজুর আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, কার্যনির্বাহী সদস্য হানিফ ম-ল ও জামান তারিক।