বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা শফিউদ্দীন শফি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। তিনি গত শনিবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। শফি (৪৫) গড়াইটুপি গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে শারীরিক অসুস্থাতাবোধ করেন। অবস্থার অবন্নতি দেখা দিলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে রাত ১২টার দিকে তিনি মারা যান। সদালপি, মিষ্টভাষি সকলের পরিচিতমুখ শফিউদ্দিনের অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজায় অংশগ্রহণ এবং শোকসন্তষ পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় কমিটির উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু, তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মৃত্যুকালে শফিউদ্দিন সহধর্মীনি ১ ছেলে, ১ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। শফি তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেনের চাচাতো ভাই।