গণতন্ত্র পুনরুদ্ধারে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সরোজগঞ্জ বাজারে সলক মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নেতা-কর্মীদের একসাথে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে যে যেখানে আছে সেখান থেকে দলের স্বার্থে এক হতে হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তারা নিজেদের মত প্রকাশ করতে পারছে না। আর আওয়ামী লীগ ব্যতীত সভা সমাবেশ না করতে দেয়ায় ক্ষোভ প্রকাশ করে মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস বলেন, মানুষ মনের ভাব এই সরকারের আমলে প্রকাশ করতে পারছে না। আওয়ামী লীগ ভোটের সময় ওয়াদা করে বলেছিলো ১০টাকা কেজি চাল দেবেন, ঘরে ঘরে চাকরি দেবেন। আজ চাকরির জন্য ১০ থেকে ১৫লাখ টাকা গুনতে হচ্ছে। তাও আবার আওয়ামী লীগের রাজনীতির মতের লোক হতে হবে। এভাবে দেশ চলতে পারে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ১নং ওয়ার্ড মেম্বার লিটন শেখ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এসএম শাজাহান মুকুল, সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, দফতর সম্পাদক জিল্লুর রহমান জালাল, চুয়াডাঙ্গা জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহামুদ মিল্টন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-সম্পাদক অ্যাড. মানি খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজিব খান, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান, শঙ্করচন্দ্র যুবদলের আহ্বায়ক আরিফুল হক, যুগ্ম-সম্পাদক রাজু আহম্মদ, ছাত্রদল নেতা শাহিন, শামীম, মামুন, সাকিব, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, যুবদলের সভাপতি মানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন পচা, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, রবি মিয়া, হোসেন আলী, যুবদল নেতা মওলা, আশরাফুল, টোটন, টুটু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।