ঝিনাইদহ প্রতিনিধি: থ্যালাসেমিয়া, রক্তশূন্যতা, সড়ক দুর্ঘটনা, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগী রক্তের অভাবে মারা যাচ্ছে প্রতিনিয়ত। ৬ তরুণ নিজ চোখে দেখেছে এমন অনেক রোগী। নিজেরাই যদি রক্তের ডোনার গ্রুপ তৈরি করা যায় এবং তাৎক্ষণিক স্বেচ্ছায় রক্ত দেয়া যায়, তাহলে অনেক উপকৃত হবে রোগী। সেই ভাবনায় তারা তৈরি করলো ফেসবুক ‘ব্লাড ব্যাংক অব কালীগঞ্জ’। ফেসবুকে রক্তের গ্রুপ জানিয়ে আবেদন করলে তারা তাদের ডোনারদের সাথে কথা বলে তাৎক্ষণিক রক্তের ব্যবস্থা করে। গ্রুপটির বয়স মাত্র ৩ মাস। আর ৩ মাসে এই গ্রুপের পক্ষ থেকে প্রায় ১শ’ রোগীকে রক্ত দেয়া হয়েছে। ফ্রি ব্লাড ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ হাজার ব্যক্তি রক্তের গ্রুপিং করেছে। তাদের ফেসবুক গ্রুপে বিভিন্ন গ্রুপের রক্তের ডোনার রয়েছে প্রায় ৩শ’। ঝিনাইদহ, সাতক্ষীরা, মৌলভীবাজার, সিলেট ও যশোর জেলায় রক্ত দিয়ে সহযোগিতা করছে ওই ৬ তরুণ। সবাই বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করে। ইতোমধ্যে প্রশংসিত হয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে। তারা হলো-কৃষিবিদ ফজলে রাব্বি, স্বাধীন ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আজম মুন্সি, আশিক ইলাহি, সোহান আলম ও মিকাইল হোসেন। তারা জানান, ইতোমধ্যে ৬টি জেলায় রক্ত দেয়ার কাজ চলছে। ৬টি জেলায় তাদের প্রায় ৩শ’ রক্তের ডোনার তৈরি হয়েছে। তারা অন্যান্য জেলায়ও রক্তের ডোনার সংগ্রহের চেষ্টা করেছন। তারা যখন একত্রিত হয়, তখন গরিব ও দুস্থ রোগীদের জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সাহায্য নিয়ে ওই রোগীদের চিকিৎসা করানো হয়। এছাড়াও সাহায্যের বাক্স নিয়ে রাস্তায় কিংবা জনসমাগম স্থানে যায় তারা। যে টাকা পাওয়া যায় তা দিয়ে দুস্থদের চিকিৎসা সহযোগিতা করা হয়। ব্লাড ব্যাংক অব কালীগঞ্জের উপদেষ্টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এএসএম মাসুম ও লায়ন বিএম সাইফুজ্জামান সবুজ জানান, কালীগঞ্জের যে ৬ শিক্ষার্থী ব্লাড ব্যাংক তৈরি করেছে তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হবেই। এই গ্রুপের মাধ্যমে ইতোমধ্যে বেশ কয়েকটি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প করা হয়েছে। যার মাধ্যমে প্রায় ১ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আগামীতে আরও ক্যাম্প করা হবে। ব্লাড ব্যাংক অব কালীগঞ্জের সদস্য সংখ্যা দিন দিন বাড়ছে। ইতোমধ্যে তাদের কার্যক্রম দেখে স্থানীয় সংসদ সদস্য ব্লাড রাখার জন্য ফ্রিজ দেয়ার ঘোষণা দিয়েছেন এবং স্থানীয় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠু মালিতা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।