ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করেছেন। গত শনিবার রাত ১টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই আসাদুর রহমান আসাদ ও এএসআই শাহজালাল সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর পূর্বপাড়ার ইমাম আলী শেখের ছেলে আব্দুল কুদ্দুস (৬০) একই উপজেলার নাটুদা ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল গফুর (৫০) ও চন্দ্রবাস গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল হাকিম (৫৫)। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মো.আকরাম হোসেন জানান, আটককৃত আসামিরা ওয়ারেন্টভুক্ত পলাতক মামলার আসামি। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।