স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের নিত্য গোপল নামে এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দিয়েছে অজ্ঞাত চাঁদাবাজরা। চাঁদা চেয়ে না পেয়ে অপর চিঠিতে ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দিয়েছে। এ ব্যাপারে গতকাল আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ দিন আগে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের নিত্য গোপাল গুসাই নামে এক ব্যক্তির কাছে পোস্ট অফিসের মাধ্যমে একটি চিঠি আসে। চিঠিতে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে হত্যার হুমকি দেয়া হয়। গতকাল একই পোস্ট অফিসের মাধ্যমে আরও একটি চিঠি দিয়েছে অজ্ঞাত চাঁদাবাজরা। চিঠির ওপরে হাতে আঁকা ছুরি, ফালা ও দা’র ছবি এঁকে হাতে লেখা চিঠি দিয়ে হুমকি দিয়েছে। হুমকির পর থেকে পরিবারের লোকজন নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন নিত্য গোপাল।