আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগকালে প্রফেসর ডা. মেহেদী

?

ডিজাটাল বাংলাদেশ নির্মাণে নৌকায় ভোট দিন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিকল্যাণ সম্পাদক প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী নির্বাচনী প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। তিনি গতকাল রোববার আলমডাঙ্গা পৌর এলাকার ব-বিল, গোবিন্দপুর, রেল স্টেশনপাড়া, থানাপাড়া, বাবুপাড়া, আলমডাঙ্গা বাজার, কলেজপাড়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। পথসভায় প্রফেসর ডা. মেহেদী বলেন, আগামী সংসদ নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ এবং সকলের নিকট গ্রহণযোগ্য এবং সকলদল অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা বর্তমান উন্নয়নশীল বাংলাদেশের রূপকার। তিনি অর্থনৈতিক মুক্তির রূপকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার স্থপতি আর জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করবেন। আলমডাঙ্গাতে তিনি কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চান। বিসিক শিল্প নারী গড়ে তুলতে চান। দারিদ্রতা ও বেকারত্বকে যাদুঘরে পাঠাতে চান এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চান। আগামী সংসদ নির্বাচনে নৌকার কা-ারী হিসেবে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এই পথসভা ও গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এএইচএম মোয়াজ্জেম, অ্যাড. শফি, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, আশাবুল হক আশা, মাসুদ, যুবলীগ নেতা আশাবুল হক আশা, মুন্না, কিরন, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আবেছউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রহমাত আলী, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম দাদা, মিলন, স্বপন, আহসান, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন মনিহার, স্বপন কু-ু, জহুরুল ইসলাম প্রমুখ।