আমঝুপি প্রতিনিধি: ‘অনেক হয়েছে প্রতিবাদ, এবার হোক প্রতিরোধ’ স্লোগানকে বুকে নিয়ে মেহেরপুরের আমঝুপিতে যৌন নিপিড়ন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সড়কের পাশে আমঝুপি মউক অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহায়তায় মেহেরপুর জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম ও মানব উন্নয়ন কেন্দ্র মউক এ মানববন্ধনের আয়োজন করে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে শিশু ও নারী যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার হয়েছে। ফলে এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ধর্ষকদের দ্রুত গ্রেফতারের দাবি ও ভিক্টিমদের সকল ধরনের আইনগত সহায়তা দেয়ার জোর দাবি জানানো হয়। কর্মসূচিতে ফোরামের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।