স্টাফ রিপোর্টার: সিরিয়া ও ফিলিস্তিন রাষ্ট্রের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার দোসরদের অন্যায় যুদ্ধসহ নিরীহ জনগণের হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিপিবি। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সিপিবি’র জেলা সভাপতি অ্যাড. শহীদুল ইসলাম, সিপিবি’র কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক শাহ আলম, চুয়াডাঙ্গা যুব ইউনিয়নের আহ্বায়ক কোরবান আলী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাওন কুমার রায় ও চুয়াডাঙ্গা উদীচীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অবিলম্বে সিরিয়া ও ফিলিস্তিনিদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার দোসরদের হামলা বন্ধের দাবি করেন।
সিরিয়া ও ফিলিস্তিনে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন
