ভ্রাম্যমাণ প্রতিনিধি: মুজিবনগর শিবপুর গ্রামের আকাশকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে দামুড়হুদার থানা পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা মডেল থানার নাটুদা ফাঁড়ির পুলিশ ৬৫ বোতল ফেনসিডিলসহ আকাশকে গ্রেফতার করে।
জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে আকাশ গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ৬৫ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিলো। এ সময় দামুড়হুদা মডেল থানা পুলিশের নাটুদা ফাঁড়ি ক্যাম্প পুলিশ খবর পেয়ে উপজেলার চন্দ্রবাস গ্রামের পাকা সড়কের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে ৬৫ বোতল ফেনসিডিলসহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে বলে জানান দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মো.আকরাম হোসেন।