ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের প্রলোভন ॥ মুজিবনগর থেকে একজনকে আটক করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার: ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের প্রলোভনের অভিযোগে মিশুক ইসলাম (১৭) নামের এক কিশোরকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে র‌্যাব-৬ ঝিনাইদহের একটি দল তাকে আটক করে। আটক মিশুক ইসলাম যতারপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তার কাছ থেকে প্রয়োজনীয় আলামত উদ্ধার করেছে পুলিশ।
র‌্যাব সূত্রে জানা গেছে, আটককৃত কিশোরের মোবাইল ফোন পরীক্ষা করে র‌্যাব জানতে পারে ফেইসবুকে ওই কিশোর গফ চৎড়ংড়হড় নামে ফেইক আইডির মাধ্যমে এসএসসি, এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্ন তৈরি করে তা বিক্রয়ের জন্য স্ট্যাটাস দেয়। তার দেয়া স্ট্যাটাস দেখে অনেক সুযোগসন্ধানী শিক্ষার্থীরা প্রলোভনে তার নিকট থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ওই প্রশ্নপত্র ক্রয় করে। এছাড়া তার নিকট থেকে উদ্ধারকৃত মোবাইলের ফেইসবুক ও মেসেঞ্জারের ম্যাসেজ বিশ্লেষণ করে র‌্যাব জানতে পারে সে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল পরিবর্তনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে তাদের এডমিট কার্ড ও রেজিষ্ট্রেশন কপি গ্রহণপূর্বক অর্থ আদায় করেছে। এরূপ অনৈতিক কাজ করে সে বিভিন্ন শিক্ষার্থীদের নিকট থেকে বিকাশ, রকেট ও বিভিন্ন পন্থায় বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানতে পারেন র‌্যাব কর্মকর্তারা। উদ্ধারকৃত আলামত ও আসামিকে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তার নামে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন র‌্যাব-৬।