দামুড়হুদায় পুলিশের হাতে জামায়াতের ১১ নেতাকর্মী আটক

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিনগত রাতে দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেনের নেতৃত্বে এসআই শ্যামল চন্দ্র সমার্দ্দার, এসআই তপন কুমার নন্দী, এসআই মেজবাহুর রহমান, এএসআই মহিউদ্দীন, এএসআই কার্ত্তিক, এএসআই এখলাস এবং এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের রুস্তম আলীর ছেলে বদরুল ইসলাম (৫০), নতুন হাউলী গ্রামের মৃত ইজাজুল ম-লের ছেলে সাইফুল ইসলাম (৪৮) একই গ্রামের মৃত নুরুল হকের ছেলে খোরশেদ আলী (৫০), মৃত মোসা করিমের ছেলে আব্দুস ছামাদ (৩৫), তেতুল ম-লের ছেলে মহিউদ্দীন (৫০), ফকিরপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে তাহাজ্জত হোসেন (৫৫), একই গ্রামের মকছেদ ম-লের ছেলে নজরুল ইসলাম (৪৫), বাদল ম-লের ছেলে আবু তালেব (৩৫), জয়রামপুর চৌধুরীপাড়ার ফকিরের ছেলে কালু (৩৫), দর্শনা রামনগরের আলেক ম-লের ছেলে আক্কাছ আলী (৬৮) এবং মুন্সিপুর গ্রামের জেহেল ম-লের ছেলে আক্কাস আলী (৪০)। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটককৃতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। গতকাল শনিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।