গেইল-রাহুল ঝড়ে উড়ে গেল কোলকাতা

মাথাভাঙ্গা মনিটর: দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ে বৃষ্টি আইনে কোলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। কোলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে গতকাল শনিবার টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় পাঞ্জাব। অস্ট্রেলিয়ার ক্রিস লিনের ৪১ বলে ৭৪ ও অধিনায়ক দিনেশ কার্তিকের ২৮ বলে ৪৩ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় কোলকাতা। পাঞ্জাবের বারিন্দার স্রান ও অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই ২টি করে উইকেট নেন।

জবাবে রাহুল ও গেইল ৫৮ বলে ১১৬ রানের সূচনা এনে দেন পাঞ্জাবকে। অবশ্য ৮ দশমিক ২ ওভারে বিনা উইকেটে ৯৬ রান আসার পর বৃষ্টির কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। ফলে বৃষ্টি আইনে ১৩ ওভারে ১২৫ রানের টার্গেট পায় পাঞ্জাব।

রাহুল ৯টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৬০ রানে ফিরলেও দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন গেইল। ৩৮ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।