কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শাহজাহান আলী পাড়ার রাস্তা নিয়ে বিরোধের জেরে সাংবাদিক শাহজামানকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে পৌর এলাকার আল-আমিন নি¤œ মাধ্যমিক স্কুল এলাকায়।
জানা যায়, শাহ জামানের সম্পাদনায় কোটচাঁদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দিগন্তবাণী পত্রিকায় আল-আমিন স্কুলের কমিটি গঠনে অনিয়ম নিয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ওই স্কুল কমিটি তার ওপর ক্ষুদ্ধ ছিলো। এদিকে স্কুলের পাশের রাস্তা নিয়ে স্কুলের সাথে বসতিদের বিরোধ চলে আসছে। ওই রাস্তা নিয়ে আলোচনার জন্য শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে পৌর আ.লীগ নেতা ফারজেল হোসেন, উপজেলা কৃষকলীগ আহ্বায়ক ও স্কুল কমিটির সদস্য শাহজাহান আলী এবং সাংবাদিক শাহ জামানসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। শাহ জামান জানান, রাস্তা নিয়ে আলোচনার এক পর্যায়ে শাহজাহান আলী তার ওপর চড়াও হয়ে তাকে পিটিয়ে আহত করে। লোকজন আহত শাহ জামানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সাংবাদিক শাহ জামানের ওপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা প্রেসক্লাব ও প্রেসক্লাব কোটচাঁদপুর তীব্র নিন্দা জানিয়েছেন।