বিদ্যুতের লোডশেডিংয়ে দামুড়হুদার কার্পাসডাঙ্গা-কুড়–লগাছি এলাকাবাসীর জনজীবন বিপর্যস্ত

কুড়–লগাছি প্রতিনিধি: প্রচ- গরম আর ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে কার্পাসডাঙ্গা-কুড়–লগাছি এলাকাবাসীর জনজীবন। গত কয়েক দিন ধরে প্রচ- রোদ আর গরমে মানুষের প্রাণ যায় যায় অবস্থা। চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। শিশু আর বৃদ্ধদের অবস্থা একেবারে কাহিল। দুপুর ও সন্ধ্যা হলেই চলে যাচ্ছে বিদ্যুত। কখন আসবে সে খবরও কারোর জানে নেই। ফলে দৈনন্দিন কাজকর্মেও দেখা দিয়েছে অচলাবস্থা। বিদ্যুতের বিভিন্ন কাজ করতে হলে করাতে গিয়ে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে। বিদ্যুতের খবর জানতে চুয়াডাঙ্গা পল্ল¬ী বিদ্যুত জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রে একাধিকবার ফোন করেও ফোন রিসিভ হয় না। বিদ্যুত কখন আসবে সে খবরও জানতে পারেন না গ্রাহকেরা। দিন-রাত সমানতালে বিদ্যুতের লোডশেডিং চলছে কার্পাসডাঙ্গা-কুড়–লগাছিসহ বিভিন্ন গ্রামাঞ্চলে। কোনো কোনো গ্রামে দিনরাতে ৪-৫ বার বিদ্যুতের যাওয়া-আসা চলে। আর বিদ্যুত গেলেই ২-৩ ঘণ্টা ধরে দেখা পাওয়া যায় না। উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের ধান্যঘরা এলাকার মহিউদ্দীন বলেন, প্রচন্ড গরম। বিদ্যুতের লোডশেডিং এখন বিদ্যুত অফিসের লোকজনের ইচ্ছের ওপর নির্ভর করে। তিনি বলেন, এভাবে একটানা বিদ্যুত না থাকলে যেমনি ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যায়, তেমনি বৃদ্ধ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ে। মহিউদ্দীনের মতো অনেকেরই অভিযোগ দুপুর, সন্ধ্যা আর রাত ১২টার পরে ধারাবাহিকভাবে প্রতিদিনই দামুড়হুদা উপজেলার গ্রামাঞ্চলে চলছে ভয়াবহ লোডশেডিং