প্রিন্স চার্লস হতে যাচ্ছেন পরবর্তী কমনওয়েলথ-প্রধান
মাথাভাঙ্গা মনিটর: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের এই শেষবারের মতো যোগ দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
আজ শনিবার রানি তার ৯২তম জন্মদিন পালন করবেন এবং ইতোমধ্যেই কিছু কিছু দায়িত্ব তিনি রাজপরিবারের কনিষ্ঠ সদস্যদের হাতে তুলে দিচ্ছেন। ৫৩ দেশের এই জোটের সম্মেলনে তার ভাষণে রানি এলিজাবেথ বলেন, কমনওয়েলথ যেভাবে বিকশিত হয়েছে, তাতে তিনি সন্তুষ্ট এবং গর্ব অনুভব করেন। তিনি আশা করেন, তার বড় ছেলে প্রিন্স চার্লস তারপর এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, যার মধ্যদিয়ে কমনওয়েলথের স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় থাকবে।
প্রিন্স চার্লসকে এই জোটের নেতা নির্বাচিত করার জন্য তিনি কমনওয়েলথ নেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আন্তরিকভাবেই তিনি চান যে তার ছেলে একদিন এই দায়িত্ব পালন করবেন।
ভারতের প্রধান বিচারপতিকে অপসারণের নোটিশ
মাথাভাঙ্গা মনিটর: ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে অপসারণ (ইমপিচমেন্ট) করার তোড়জোড় শুরু করেছে কংগ্রেসসহ ৭টি বিরোধী দল। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপকের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য গতকাল শুক্রবার ৭টি বিরোধী দল নোটিশ দিয়েছে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে। নোটিশে সই করেছেন ৬৪ জন এমপি।
খবরে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইয়ের বিচারক বি এইচ লয়ার মৃত্যুর তদন্তের দাবি গতকাল এক রায়ে খারিজ করে দেন সুপ্রিমকোর্ট। সেই প্রেক্ষিতে প্রধান বিচারপতিকে ইমপিচ করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসসহ ৭টি বিরোধী দল। কংগ্রেস ছাড়া আর যে ৬টি দলের এমপিরা এ নোটিশে সই করেছেন তাদের মধ্যে রয়েছেন শরদ পওয়ারের দল এনসিপি, সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি (এসপি), বহুজন সমাজ পার্টি (বিএসপি) ও মুসলিম লিগ।
নেপালে ১৩৯ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান
মাথাভাঙ্গা মনিটর: নেপালের কাঠমান্ডু বিমানবন্দর গতকাল শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ায় বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। কর্মকর্তারা একথা জানিয়েছেন। এ ঘটনায় কেউ আহত না হলেও নেপালের রাজধানীতে আসা সকল বিমান ঘুরিয়ে দেয়া হয়। রানওয়ে থেকে ছিটকে পড়া মালিন্দ এয়ারলাইনের বোয়িং ৭৩৭ বিমান সরাতে কর্তৃপক্ষ চেষ্টা চালানোয় বিমানগুলোর গতিপথ পরিবর্তন করা হয়। এদিকে নেপালের একমাত্র ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কতোক্ষণ বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানান, কুয়ালালামপুরগামী মালয়েশিয়ার এ বিমান উড্ডয়ন করার সময় এতে সমস্যা দেখা দেয়ায় পাইলটরা বিমানটির উড়া বাতিল করলে এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।
নায়ক আলী জাফরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
মাথাভাঙ্গা মনিটর: বলিউডে কাজ করা পাকিস্তানের শিল্পী আলী জাফরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছে সে দেশেরই এক গায়িকা। পাকিস্তানি গায়িকা মিশা সফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেছেন, আলী জাফর বহুবার তাকে যৌন নির্যাতন করেছেন, এবার আর তিনি চুপ করে থাকবেন না।
‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে দেখা গিয়েছিলো মিশা সফিকে। ৩৬ বছরের এই শিল্পী টুইট করেছেন, নিজের সঙ্গে ঘটা যৌন নির্যাতনের কথা সর্বসমক্ষে তুলে ধরে সমাজে এ বিষয়ে যে মুখ বন্ধ করে থাকার সংস্কৃতি রয়েছে, তার এভাবে প্রতিবাদ করবেন তিনি। সম্ভবত এই প্রথম কোনো পাকিস্তানি তারকা তারই সহশিল্পীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন।
দুই সন্তানের মা এ গায়িকার অভিযোগ, একাধিকবার নিজেরই সহশিল্পী আলী জাফরের হাতে যৌন নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে। যখন তার বয়স অল্প ছিলো বা সবে ইন্ডাস্ট্রিতে এসেছে, তখন এসব ঘটেছে এমন নয়। এগুলো ঘটেছে যখন তার ক্ষমতা হয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, নিজের কথা বলার জায়গায় এসেছেন।