কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কার্পাসডাঙ্গা কেবি একাদশ ৬ উইকেটে স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। টস জয়লাভ করে নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেটে ৯৫ রান করে স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে মারুফ সর্বোচ্চ ৩৫ রান করে। কেবি একাদশের পক্ষে মিঠু ১২ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করে। ৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় কেবি একাদশ । জয়ী দলের পক্ষে মিঠু সর্বোচ্চ ৪২ রান করেন। খেলায় মিঠু সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় তুহিন আক্তার। খেলাটি পরিচালনা করেন সাজেদুল ও হাবিবুর রহমান। খেলা শেষে কার্পাসডাঙ্গা মাঠ প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শিক্ষক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. ইকবাল রেজা, শিক্ষক মোহাম্মদ আলী, ছাদিকুল মালিতা, কার্পাসডাঙ্গা শাখার মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ব্যবসায়িক ফরহাদ হোসেন, আবু বক্কর, রকিবুল, সাজ্জাদ হোসেন, রিয়াদ, শিবলু প্রমুখ।