দামুড়হদায় মাদকবিরোধী সমাবেশে ওসি মোহাম্মদ আকরাম হোসেন

ইভটিজিং ও মাদকসেবনকারীদের কোনো ছাড় নেই
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেগোপাড়া তিন রাস্তার মোড়ে মাদরাসাপাড়া ও বেগোপাড়া যুব সমাজের আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা সেলিম উদ্দীন বগার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ওসি মোহাম্মদ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ। উপস্থিত ছিলেন নওশাদ আলী, রফিকুল ইসলাম, যুবলীগ নেতা জামাত আলী, তক্কেল আলী, শাজাহান, সোনাজুল, আরশেদ আলী, ফারুক, নাসির প্রমুখ। প্রধান অতিথি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকসেবনকারী ও ব্যবসায়ী যেই হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। তাদের ৩ দিনের সময় বেধে দেয়া হলো। বেধে দেয়া সময়ের মধ্যে মাদকসেবন ও ব্যবসা বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া রাস্তার পাশে দাঁড়িয়ে স্কুল-কলেজে যাওয়া আসার পথে মেয়েদের কেউ যদি ইভটিজিং করে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, কোনো পিতা-মাতা যদি বাল্যবিয়ের আয়োজন করেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক শরীফ উদ্দীন।