জীবননগর পেয়ারাতলায় মহিলা আওয়ামী লীগের উঠোন বৈঠকে নজরুল মল্লিক

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় পেয়ারাতলায় মহিলা আওয়ামী লীগের উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। উঠোন বৈঠকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, দেশে গত ৯ বছরের আওয়ামী লীগের উন্নয়ন দেখে একটি দলের গাত্রদাহ হয়ে উঠেছে। দলটি দেশের চলমান উন্নয়ন নস্যাৎ করতে ও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অবৈধ উপায়ে সরাতে নানা ফন্দি-ফিকিরি করে চলেছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেয়া হবে না। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মহিলা লীগ নেত্রী জেসমিন আক্তারের সভাপতিত্বে উঠোন বৈঠকে নজরুল মল্লিক আরও বলেন, চুয়াডাঙ্গা-২ আসনে হাট-ঘাট, বিল বাওড়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিএনপি-জামায়াতের লোকজনকে নিয়োগ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনঠাসা করা হয়েছে। যা এ এলাকার আওয়ামী লীগের রাজনীতিকে একপেশে করার চক্র বলে আমি মনে করি। নির্বাচনী মাঠে আসার পর আপনাদের সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ প্রমাণ করে চুয়াডাঙ্গা -২ আসনে আওয়ামী লীগ নতুন মুখ চাই। প্রধানমন্ত্রী চাইলে আমি নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ। উঠোন বৈঠকে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আবু তালেব, প্রজন্মলীগ নেতা আমিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। উঠোন বৈঠকে শ্রমিক নেতা মিজানুর রহমান মিজাসহ স্থানীয় মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।